রূপগঞ্জে আবারো এড. তৈমূরের গণসংযোগ

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফর ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আবারো বিএনপি থেকে বহিস্কৃত নেতা এডভোকেট তৈমূর আলম খন্দকার গতকাল শনিবার তারাবো পৌর এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় রূপগঞ্জ ও তারাবো পৌর ওলামাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, দল আমাকে বহিস্কার করলেও দলের জন্যই কাজ করে যাচ্ছি। তিনি গত শুক্রবার রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেও বিএনপির চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও মুক্তির দাবি জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে তিনি দলের হয়েই রূপগঞ্জ থেকে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। তাছাড়া খুব শিগগিরই বিএনপি এডভোকেট তৈমূর আলম খন্দকারের সকল বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেবেন বলেও জানান। এ সময় রূপগঞ্জ থানা ওলামাদল নেতা আব্দুল হাই তালুকদার, তারাব পৌর ওলামাদলের সভাপতি কামাল খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখন থেকে রূপগঞ্জের প্রতিটি এলাকায় মসজিদে মসজিদে মুসল্লিদের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাবেন বলেও এডভোকেট তৈমূর আলম খন্দকার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Share This