নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে দালালের হামলায় আহত দুই সংবাদকর্মী

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:  নারায়ণগঞ্জের ১০০শয্য বিশিষ্ট  ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে সংঘবদ্ধ  দালালের হাতে বেধরক মারধরের শিকার হয়েছে  দুই সংবাদ কর্মী ।

(১৭ এপ্রিল) সোমবার  দুপুরে এ ঘটনা ঘটে মারধরের শিকার হয়েছে  দুই সংবাদ কর্মীর এক জন  ঢাকা পোষ্টের নারায়ণগঞ্জ  জেলা প্রতিনিধি  আরির  শিকদার ও  অপরজন ডিবিসি নারায়ণগঞ্জ জেলার ক্যামেরা পার্সন আব্দুল্লা আল মামুন।

(১৭ এপ্রিল) সোমবার  দুপুরে জরুরী বিভাগে  ডায়রিয়া  রোগীদের কি অবস্থা সে জানার জন্য তারা সেখানে যায় সে সময় তারা দেথতে পায় রোগিদের  সাথে দালালদের দুর্ব্যবহার করতে দেখে ছবি তুলে রাখেন আবির। আর তাতেই চড়াও হয় দালালরা। এদের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিবেদন হওয়ার প্রতিশোধ নেয় দুজনের উপর। রক্তাক্ত জখম করা হয় সবার সামনে। জরুরী বিভাগে সাংবাদিকের উপর এমন হামলা দেখেও নির্বাক ছিলো হাসপাতালের ডাক্তার নার্স সবাই। স্পষ্টতই হাসপাতাল এখন দালাল চক্রের নিয়ন্ত্রণে। সেই নতজানুতা প্রমাণ দিতে হামলাকারীদের আশ্রয় দেয়া হয় জরুরী বিভাগের কক্ষে। হামলার পর আটক করা হয় এক দালালকে। তার কাছে পাওয়া যায় ভুয়া পরিচয়পত্র। তুলে দেয়া হয় পুলিশের হাতে। জবানবন্দিতে আদায় করা হয় হামলাকারীদের নাম। অতীত ইতিহাস বলে, হামলাকারীরা বরাবরই ধরাছোয়ার বাইরে থেকে যায় দিনের পর দিন। এর আগেও নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা, সাংবাদিকের উপর হামলা, ছুরিকাঘাত, পরিবারের উপরেও হামলার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Share This