কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দাখিল পরীক্ষার্থী

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফর ডটকম: মুন্সীগঞ্জ সদর উপজেলায় পঞ্চসারে পরীক্ষা কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দাখিল পরীক্ষার্থী মাহামুদুল হাসান (১৮)।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ওই মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

মাহামুদুল টঙ্গীবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্বজনরা জানান, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তার বাবা আনোয়ার। সাড়ে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়েন মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও হাসপাতাল সূত্র বলছে, মাহামুদুল হৃদরোগ আক্রান্ত ছিলেন।

পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল বাসার বলেন, অন্যদিনের মতো আজকেও মাহামুদুল সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করে। হঠাৎ কিছু ছাত্র এসে জানায়, সে অসুস্থ, কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, মৃত অবস্থায় পৌনে ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে হৃদরোগে আক্রান্ত ছিল।

এদিকে, উপজেলায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে তীব্র গরমে তিন পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Share This