বাংলাদেশে গরীব মানুষ নেই — বাবু চন্দন শীল

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: সারা দেশে করোনার যেভাবে মানুষ মারা গেছে বাংলাদেশে সে তুলনায় মৃত্যু অনেক কম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগাম ভ্যাকসিন কিনে রেখেছিলেন। মানুষকে ফ্রী ভ্যাকসিন দিয়েছিলেন। সুতরাং বাটপারির কথা বলে মানুষকে ধোকা দেয়া যাবে না। মানুষ অনেক সচেতন হয়ে গেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ৩টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২২নং ওয়ার্ডের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে একেএম শামীম ওসমান এমপির সহযোগিতায় অসহায় মানুষের পাশে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান  বাবু চন্দন শীল  এ সকল কথা বলেন।

তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সংকট দেখা দিয়েছে। এটাই বাস্তবতা। সারাবিশ্বে আজ দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। বাংলাদেশেও দ্রব্যমূল্যের দাম বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোন ইফতার পার্টি এবার করতে পারবেন না। ইফতার পার্টির টাকা দিয়ে দুস্থ যারা আছে তাদের পাশে দাঁড়াতে, বাংলাদেশে কিন্তু গরীব নেই। মানুষ না খেয়ে মারা যায় না। উত্তর বঙ্গে আগে মন্দার কারণে হাজার হাজার মানুষ না খেয়ে থাকত। এখন অভাব অনটনে মানুষ না খেয়ে মারা যায় না।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বিষেশ অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা, বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন জালু প্রমুখ।

উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি মানিক শেখ, সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, ২৪নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আইন-বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল, সাদিয়া সুলতানা শান্তা, নাজমা বেগম, ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের মারুফ হাসান, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের জাবেদ আহম্মেদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সানোয়ার হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, ২০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের জামান, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নাজমুল, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের হালিম সাঈদ, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের মিঠু সাঈদ, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের মোমেন ও মুজাহিদ কবির পিয়াস।

 

 

 

Pin It on Pinterest

Share This