
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের আলোচিত রাজনৈতিক ব্যাক্তিত্ব কামাল মৃধা আর নেই ।( ২৫ এপ্রিল ) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর । তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। টানা কয়েক মাস অসুস্থ থেকে না ফেরার দেশে চলে গেলেন পরিবাবের পক্ষ থেকে জানায় , রাতেই মরদেহ শহরের ডিআইটি এলাকাতে আনা হবে। রাত ৯টায় ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদে জানাযা শেষে মৃত্যুর আগে দেওয়া কথামত মুন্সীগঞ্জের বিক্রমপুরে শায়িত করা হবে।
কামাল উদ্দিন মৃধা ৭ জানুয়ারী ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি জয়গোবিন্দ বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ থেকে ১৯৮১ সালে বিএসসি সম্পন্ন করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।