সময় নিলেন শাকিব খান

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:গত ৩০শে এপ্রিল আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলা করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন প্রযোজক রহমত উল্লাহ। গত সোমবার শাকিবের পক্ষে ক্ষতিপূরণ দাবির বিষয়ে জবাব দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু জবাব দাখিল করেননি বিবাদী শাকিব খান। তবে তার আইনজীবী জবাব দাখিলে সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ৫ই জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন। চিত্রনায়ক শাকিবের আইনজীবী খায়রুল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, মামলার বিষয়ে দুই দিন আগে শাকিব খান নোটিশ পেয়েছেন। তার পক্ষে লিখিত জবাব দাখিলের জন্য সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৫ই জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন। গত ১৩ই এপ্রিল মানহানির অভিযোগ তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে বাদী হয়ে আরও একটি মামলা করেন রহমত উল্লাহ। বাদীর জবানবন্দি গ্রহণের পর পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত।

এর আগে সংবাদমাধ্যমে দেয়া বিভিন্ন বক্তব্যে প্রযোজক রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করেন শাকিব খান। সেই প্রেক্ষিতে রহমত উল্লাহর পক্ষে তার আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠান শাকিবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Share This