খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম ছাত্রদের নিয়ে সোনারগাঁ মৎস্যজীবী দলের ইফতার

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বিএনপির  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য কামনায় মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে সোনারগাঁ উপজেলা মৎসজীবী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৭ এপ্রিল) বাদ আছর সোনারগাঁ উপজেলাধীন বারদী ইউনিয়নের মছলন্দপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে ইফতার আগ মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।

সোনারগাঁ উপজেলা মৎসজীবী দলের আহ্বায়ক
মো. সেলিম হোসেন দিপু’র সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী মো. কামরুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ করিম মেম্বার, সোনারগাঁ উপজেলা মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়কমো. আওলাদ হোসেন, মো. ইয়ানুছ মিয়া, মো. দুলাল হোসেন, মো. আবুল কাশেম, মো. সুমন মোল্লা, মো. কবির হোসেন, মো. রোকনুজ্জামান রোকন, মো. হাসনাত মোলা, মো. মুকুল হোসেন, মোহাম্মদ আলী, মো. সবুর খান, মো. জয়নাল হোসেন, মো. দুলাল ভূঁইয়া, মো. স্বপন মিয়া, সদস্য মো. দাইয়ান, মো. ফয়সাল, মো. মাসুম মিয়া, মো. শাহিনুর, মো. অপু, ইসলাম ভূঁইয়া, মো. ইমান প্রধান, আহম্মদ আলী, মো. সাগর, মো. ফজল, মো. সাহাবদ্দিন, সাইদুর রহমান, মো. ছালাম, সালাউদ্দিন, মো. শামিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Share This