বিদেশী মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:  র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মে ২০২৩ খ্রিঃ সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ ইফাদ অটো সার্ভিসিং এর সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৩০ কেজি গাঁজা, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ ০৩ জন মাদক ব্যাবসায়ী ১। মোঃ রুবেল খান (৩০), পিতা- মোঃ নজরুল খান, সাং-আমতলী, থানা- বরগুনা, জেলা- বরগুনা, ২। মোঃ নুর আলম @ বাবু (২৬), পিতা- আব্দুল ছাত্তার, সাং- চর বাকর (সেকেন্দার মোল্লার বাড়ী), থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, ৩। রাজীব হাওলাদার (২৫), পিতা- আইয়ুব আলী, সাং-ছোট বিঘা, থানা- পটুয়াখালী, জেলা- পটুয়াখালী’দেরকে মাদক পরিবহনের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়।

এছাড়াও জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রুবেল খান (৩০), ২। মোঃ নুর আলম @ বাবু (২৬) এবং ৩। রাজীব হাওলাদার (২৫) পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Share This