
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ছয় নেতাকর্মীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ১৫ই মে দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দারা জজ আসামের আদালত জামিন বহালের আবেদন করলে আদালত ছয়জনের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এবং বাকি ২১ জনের জামিন মঞ্জুর করেন । কারাগারে প্রেরণ করা ছয় বিএনপি নেতাকর্মীর মধ্যে রয়েছেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোনারগাঁ পৌর বিএনপি সভাপতি শাজাহান মেম্বার সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সোনারগাঁ পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল জামালপুর পৌর বিএনপি নেতা শাহ আলম। বিএনপি নেতাকর্মীদের পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান ২০২২ সালের ১০ই ডিসেম্বর উপলক্ষে কোন ঘটনা ছাড়াই একটি মিথ্যা মামলা হয়েছে সে মামলায় বিএনপি নেতাদের জড়ানো হয়েছে তারা উচ্চ আদালতের জামিনে ছিলেন । আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের জন্য আবেদন করলে আদালত তাদের গ্রামের নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।