নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মুক্তি চাইলেন মিজা ফখরুল

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬ জন নেতৃবৃন্দের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ এবং গতরাতে শেরপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী ফ্যাসিষ্ট ও কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর অতি মাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলশ্রুতিতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মী ও সাধারণ নাগরিকদের জীবন যাত্রা এখন চরম হুমকির মুখে। সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়ণের পাশাপাশি চলছে মিথ্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর ও গ্রেফতারী অভিযানের হিড়িক। তারই ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং শ্রীবর্দী পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, শ্রীবর্দী উপজেলা ওলামা দল সভাপতি মাসুদ মিয়া, শ্রীবর্দী পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল নেতা বাদল মিয়া, রানা মিয়া, খলিলুর রহমান, ঝিনাইগাতি বিএনপি নেতা মোঃ রুকুনুজ্জামান জামান, স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল্লাহ, শেরপুর পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাদেক হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আলম খান এবং মোঃ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের ফলে দেশে এখন চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। মানুষের জানমালের ন্যুনতম নিরাপত্তা নেই। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন অতিষ্ঠ তখন আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী সবকিছুকে অগ্রাহ্য করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম শুরু করেছে। এই নিশিরাতের আওয়ামী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনদূর্ভোগকে পরোয়া করে না। আওয়ামী লীগ সরকার জনগণের ওপর জুলুম চালিয়ে ক্ষমতা রক্ষা করতেই কেবল সচেষ্ট থাকে। তবে আওয়ামী অপশাসন ও জুলুম থেকে রেহাই পেতে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনগণ এখন আওয়ামী অবৈধ সরকারকে মূহুর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না।” বিএনপি মহাসচিব বিবৃতিতে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Share This