
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জামিনে মুক্ত হয়েছেন। সোমবার ১৫ই মে নজরুল ইসলাম আজাদের আড়াইহাজার থানার একটি মামলায় দশ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় । এ সময় আজাদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আদালতকে জানান গত রোববার ১৪ই মে উচ্চ আদালত থেকে জামিল লাভ করেছেন নজরুল ইসলাম আজাদ। উচ্চ আদালতের জামিনের কাগজ এসে পৌঁছলে আদালত তাকে মুক্তির আদেশ দেন ।