সপরিবারে বার্সেলোনায় মেসি, সঙ্গে নিলেন ১৫ স্যুটকেস!

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফর ডটকম: ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির বার্সেলোনায় যাওয়া নিয়ে অনেকদিন ধরেই জোর গুঞ্জন চলছে। এর মাঝেই শোনা যাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আর নাকি ভাবছে না পিএসজি।

এ জল্পনার মধ্যেই এই সপ্তাহান্তে সপরিবারে বার্সেলোনায় ঘুরতে গেছেন লিওনেল মেসি। তাও আবার ১৫টি স্যুটকেস সঙ্গে নিয়ে। আর তাতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্যাম্প ন্যুয়ে ফেরার গুঞ্জন ডালপালা মেললো আরও।

গত শনিবার লিগ ওয়ানে অ্যাঞ্জার্সের বিপক্ষে জেতার পর পিএসজির কাছ থেকে ছুটি পেয়েছেন মেসি। এরপর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে বার্সেলোনায় গেছেন তিনি। দুপুরে অনেকটা গোপনে এল প্রাত এয়ারপোর্টে পৌঁছান তারা।

বার্সেলোনায় বাড়ি আছে মেসির। পিএসজিতে পাড়ি জমানোর পরও ওই বাড়ি ছাড়েননি তিনি। মাঝে মাঝে ছুটি কাটাতে ফেরেন সেখানে। এবারও তেমন কিছুই হয়েছে-এমনটা ভাবার অবশ্য সুযোগ কম। কারণ স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এবার বেশ আয়োজন করেই ফিরেছেন মেসি। নিজের বাড়িতে পরিবারের সঙ্গে কয়েকদিন একান্তে সময় কাটাবেন তিনি। এবার ১৫টি স্যুটকেস নিয়ে গেছেন মেসি।

বার্সেলোনা সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে পুনরায় সই করতে আগ্রহী। তবে মহাতারকার সঙ্গে চুক্তি পাকা করতে সর্বাগ্রে নিজেদের আর্থিক সমস্যাগুলি কাটিয়ে উঠতে হবে কাতালান ক্লাবটিকে। পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার সই করার আগে তাদের অবশ্যই ১৭৮ মিলিয়ন ইউরো জোগাড় করতে হবে। কারণ লা লিগায় আপাতত বার্সার আর্থিক পরিস্থিতি কড়াভাবে নজরে রাখা হচ্ছে।

যদিও এল মুন্ডো দেপোর্তিভোর রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনায় তার সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে তার ভ্রমণের কোনও সম্পর্ক নেই।

যদিও এল মুন্ডো দেপোর্তিভোর রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনায় তার সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে তাঁর ভ্রমণের কোনও সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Share This