টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ভারত দলে চমক

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফর ডটকম:  অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে বড় চমক রাহানের ফেরা। চেন্নাই সুপার কিংসের হয়ে বিধ্বংসী ছন্দে থাকা এই ব্যাটার সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে।

রাহানে সুযোগ পেলেও ভাগ্যের শিকে ছেঁড়েনি বাঙালি উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহার। ঋদ্ধিও ভালো ছন্দে রয়েছেন। উইকেটের পেছনে তিনি দুরন্ত পারফরম্যান্স করছেন। তবু উইকেটকিপার হিসেবে কেএস ভরতকেই সুযোগ দেওয়া হয়েছে।

ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও নির্বাচকরা আস্থা রেখেছেন লোকেশ রাহুলের ওপর। যথারীতি অধিনায়কের দায়িত্বে থাকছেন রোহিত শর্মা।
চলতি বছরের ৭ থেকে ১১ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Share This