
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: আবার গ্রেপ্তার আতঙ্কে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি বলেছেন, পুলিশ আমার বাসা ঘিরে রেখেছে। এ কথা জানিয়ে তিনি একটি টুইট করেন। তাতে বলেছেন, আরও একবার গ্রেপ্তারের আগে এটা হতে পারে আমার শেষ টুইট। এ রিপোর্ট লেখার সময় তিনি লাইভ ভাষণ দিচ্ছেন। এতে বলেন, আমার ভয় হচ্ছে পাকিস্তান ধ্বংসের পথে রয়েছে।