LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

না’গঞ্জ হচ্ছে অর্থনীতির নিউক্লিয়াস- রাব্বী মিয়া

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান অর্জন করে রাষ্ট্র ও সমাজ জীবনে তোমরা তোমাদের শিক্ষাকে বিকশিত করবে। বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন, সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে নিজেদের বাবা মাকে সেবা করবে তাহলে এ সমাজে বড় মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। নারায়ণগঞ্জ হচ্ছে অর্থনীতির নিউক্লিয়াস। নারায়ণগঞ্জকে বিকশিত করতে হবে কারন তোমরাই হবে আগামী দিনের উজ্জল ভবিষ্যত। শিক্ষার পাশাপাশি খেলাধুলা সহ সকল সামাজিক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করবে। জ্ঞান আহরনের জন্য কঠোর পরিশ্রম করবে তাহলেই তোমাদের জীবনে সফলতা দেখা দিবে।
নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, ম্যানেজিং কমিটির সদস্য আহসান হাবিব, ইমরুল কায়েস সেলিম, হুমায়ুন কবীর, জনি হোসেন ও স্কুলের অধ্যক্ষ অশোক কুমার সাহা (অশোক তরু) সহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ শিরোনাম