LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

যা হতে চান

ছবি প্রচারণার জন্য কত কিছুই না করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের! মুখোমুখি হতে হয় নানা কিসিমের প্রশ্নের। ‘সিম্বা’র প্রচারণায় গিয়ে এবার রণবীর সিংকে শুনতে হলো অদ্ভুত এক প্রশ্ন—যদি পোকা হতে হয় তাহলে কোন ধরনের পোকা হতে চান?

প্রশ্ন শুনে ভড়কে যাননি ‘পদ্মাবৎ’ তারকা। উত্তর দিয়েছেন বেশ মজা করেই। পোকা হিসেবে তিনি তেলাপোকাকেই বেছে নেবেন। যুক্তিও দিয়েছেন, ‘তেলাপোকা যেকোনো জীবের মধ্যে দারুণ কষ্টসহিষ্ণু। যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। এমনকি পারমাণবিক বিস্ফোরণসহ নানা প্রাকৃতিক দুর্যোগেও এটি বেঁচে থাকতে পারে। আর এ জন্যই তেলাপোকা হতে চাই।’

সংবাদ শিরোনাম