LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

যৌন হেনস্তাকারীদের সঙ্গে কাজ করবেন না আমির

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বলিউডে যৌন হেনস্তাকারীদের ‘না’ বললেন আমির খান। বলিউডের যে সমস্ত ব্যাক্তির বিরুদ্ধে যৌন

হেনস্তার অভিযোগ উঠেছে, তাদের সঙ্গে কোনো কাজ করবেন না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমির খান এবং কিরণ রাও সম্প্রতি যৌথ বিবৃতি দিয়ে তাদের সেই সিদ্ধান্তের কথা জনিয়েছেন। সম্প্রতি অলোকনাথের বিরুদ্ধে যৌন হেনস্তা এবং ধর্ষণের অভিযোগ উঠছে। যৌন হেনস্তার অভিযোগ উঠছে নানা পাটেকরের বিরুদ্ধে। তার রেশ না কাটতেই ‘কুইন’-এর পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে উঠছে এমন অভিযোগ। গুলশন কুমারের বায়পিক অবলম্বনে ‘মগুল’ পরিচালনা করার কথা ছিল সুভাষ কাপুরের। যার প্রযোজনায় ছিলেন আমির খান নিজেই।

সংবাদ শিরোনাম