LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

রণবীরের জন্মদিনে মেসির উপহার

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:আলোচনা-সমালোচনায় বরাবরই যিনি শিরোনামে স্থান করে নেন তিনি আর কেউ নন 'সাঞ্জু' খ্যাত রণবীর কাপুর। অভিনয় দক্ষতায় তিনি যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি নারী ঘটিত সমস্যার কারণে দুর্নাম কুড়িয়েছেন।গেল ২৮ সেপ্টেম্বর ৩৬ বছরে পা রাখেন রণবীর। তবে এবারের জন্মদিনটি অন্য বছরগুলোর থেকে বেশ স্পেশাল ছিল। কারণ তিনি যার ভক্ত, তারই কাছ থেকেই পেয়েছেন জন্মদিনের উপহারটা।

ফুটবলের প্রতি রণবীরের ভালবাসার কথা তার ভক্তদের অজানা নয়। নিজের ফুটবল টিমও রয়েছে আইএসএলে। এই রণবীরই আবার লিওনেল মেসির বিরাট ভক্ত। আর এই জন্মদিনেই রণবীর সারপ্রাইজ গিফট পেয়ে গেলেন খোদ মেসির কাছ থেকেই।
 
নিজে সই করে রণবীরের জন্য এফসি বার্সেলোনার একটি জার্সি উপহার দিয়েছেন ফুটবলের মেসি। সুদূর বার্সেলোনা থেকে মেসি নিজেই রণবীরকে পাঠিয়েছেন ওই জার্সি। আর ফুটবলের গুরুর কাছ থেকে উপহার পেয়ে যেন প্রকৃত অর্থেই ফ্যানবয় মোমেন্ট হয়ে গিয়েছিল রণবীরের। টুইটারে জার্সি পরে ছবিও শেয়ার করে দিয়েছিলেন ঋষি পুত্র।

সংবাদ শিরোনাম