LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

কম্বোডিয়ার জালে বাংলাদেশের ২০ গোল

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইয়ে নিজেদের

দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে ২০-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। এর আগেও নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১০-৪ ব্যবধানে বড় জয় পায় লাল-সবুজরা।

বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে ম্যাচ শুরু প্রথম ১০ মিনিটেই ৯ গোল করে অনেক এগিয়ে যায় বাংলাদেশ। আর দ্বিতীয় পর্বে আরও ৪ গোল করেন প্রিন্স-শাওনরা। শেষ পর্বে ১০ মিনিটে আরও ৭ গোল যোগ করে গোল উৎসবে মেতে ২০-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে সাতটি গোল করেন শফিউল আলম। এছাড়া সারোয়ার শাওন ৩টি, আবেদ উদ্দিন ও প্রিন্স দুটি করে গোল করেন। একটি করে গোল করেন মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ মহসিন।

সংবাদ শিরোনাম