LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

রাজশাহীতে রোডমার্চ নয়, সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:রাজশাহীতে পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে আগের ঘোষণা অনুযায়ী শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীতে জনসভা করবে গণফোরাম-বিএনপিসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত এ জোট।

আজ বুধবার সন্ধ্যায় ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ঐক্যফ্রন্টের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

এর আগে দ্বিতীয় দফা সংলাপে গণভবনে আজ বুধবার তিন ঘণ্টার আলোচনা শেষ বিকেলে বেইলি রোডে কামাল হোসেনের বাড়িতে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, 'সাত দফা আদায়ের জন্য আমরা আন্দোলনে আছি। কাল পদযাত্রা হবে। পরশু রাজশাহীতে সমাবেশ।'

সংবাদ শিরোনাম