LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

আবারো আজাদের গাড়ি বহরে হামলা

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ  আজাদের গাড়ি বহরে আবারো হামলা ।

কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী  নজরুল ইলসাম আজাদের গাড়ি বহরে হামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট হাইওয়ে রোডে পুরিন্দা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় নজরুল ইসলাম আজাদ সমর্থিত তিনজন আহত হয়েছে। আহতরা হলেন রুহুল আমিন, মোশারফ ও কাদির। এসময় তাদের কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম আজাদ তার গাড়ি বহর নিয়ে প্রচারণায় যাওয়ার পথে ঢাকা সিলেট হাইওয়ে রোডে পুরিন্দা এলাকায় রাস্তায় ড্রাম ফেলে গতিরোধ করে হামলা চালানো হয়। এই হামলার নেতৃত্বে ছিলেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম বাবুর সমর্থিত সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ ও তার বড় ভাই আব্দুল কাদির। তাদের সাথে ৫০ থেকে ৬০ জনের মতো কর্মী সমর্থকরা ছিলেন। এর আগে ১২ ডিসেম্বর বুধবার আড়াইহাজারের নারন্দি, ইলমন্দি ও থানা আওয়ামীলীগের অফিসের সামনে তিন দফায় নজরুল ইসলাম আজাদের গাড়ি বহরে এই হামলা করা হয়েছিল। ওই হামলায় একজন গুরুত্বর আহতসহ ১০ থেকে ১২ আহত হয়েছিলেন।

সংবাদ শিরোনাম