LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

রূপগঞ্জ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের  রূপগঞ্জ গুলিবিদ্ধ এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম  আবুল হোসেন (৪০)। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য। ডাকাতদের নিজেদের মধ্যে গুলি বিনিময়ে তিনি মারা গেছেন। শনিবার (২০ অক্টোবর) উপজেলার গোলাকান্দাইল টংলারচর এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন সোনারগাঁওয়ের দক্ষিণপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
    
রূপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, একদল ডাকাত অন্য কোথাও ডাকাতি করে ভোরে টংলারচর এলাকার রাস্তার পাশে বসে ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল। এসময় ভাগাভাগি নিয়ে ডাকাতদের মধ্যে গুলি বিনিময় হয়। গুলির শব্দ শুনে টহল পুলিশ সেখানে গেলে গুলিবিদ্ধ অবস্থায় আবুলের লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ শিরোনাম