LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

তৈমূরের জমিতে জোরপূর্বক গাজীর নির্বাচনী গেইট

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: এ্যাড: তৈমূর আলম খন্দকার

নারায়নগঞ্জ জেলা ও রূপগঞ্জ বাসীদের সম্মানে প্রতি বৎসর ১লা বৈশাখ, ইফতার পার্টী ও ঈদ-উল-আজহা উপলক্ষে নেতাকর্মী, এলাকাবাসী ও সর্ব স্তরের জনগণের সম্মানে প্রতিভোজের আয়োজন উপলক্ষে আগত অতিথিদের স্বাগত জানানোর জন্য তোরাব আলী খন্দকার সড়কের সম্মূখ ভাগে যেখানে প্রতি বার গেইট নির্মাণ করতেন ঠিক সেই জায়গাতেই গোলাম দস্তগীর গাজী এম.পি জোরপূর্বক নির্বাচনী প্রচার গেইট স্থাপন করেছেন। উল্লেখ্য, খন্দকার পরিবারের নিজস্ব জায়গার উপর রাস্তাটি নির্মিত হওয়ায় তারাব পৌরসভা স্বারক নং- তাপৌ:/প্রকৌ:/২০১৫/১৫০৫ তারিখ: ২৭/৮/২০১৫ ইং মোতাবেক রাস্তাটি তৈমূর আলম খন্দকারের পিতামত “তোরাব আলী খন্দকার সড়ক” নামে রাস্তাটির নামকরণ করেন। আরো উল্লেখ্য যে, খন্দকার পরিবারের দানকৃত জমির উপর আরো ২টি রাস্তা নির্মিত হয়েছে যার নাম তৈমূর আলম খন্দকারের মা “বেগম রোকেয়া খন্দার” ও দাদী মা “জোহারা খন্দকার” সড়ক নামে অভিহিত। খন্দকার পরিবারের কোন প্রকার সম্মতি ছাড়াই গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক তোরাব আলী খন্দকার সড়কের সম্মূখ ভাগে (যার উভয় পার্শে খন্দকার পরিবারের জমি রহিয়াছে) নির্বাচনী গেইট নির্মাণ করায় জনমনে অনেক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনগণ মনে করে যে, দেশে এখন দখলবাজীর রাজনীতি চলছে এবং পুলিশ ও ম্যাজিসষ্ট্রেটের মাধ্যমে দখলবাজীর রাম রাজত্ব কায়েম করেছে। যার নমুনা এ ধরনের দখলবাজী। এ মর্মে এ্যাড: তৈমূর আলম খন্দকার বলেন যে, আমি রূপগঞ্জের যে বাড়ীতেই যাই না কেন পুলিশ সেই বাড়ীর লোকজনকে গ্রেফতার করে নিয়ে এসে নির্বাচনী ল্যাভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করছে। এ ধরনের নি:লজ্জ দখলবাজীর নিন্দা করার ভাষা আমরা হারিয়ে ফেলেছি।

সংবাদ শিরোনাম