LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

২য় মেয়াদে এমপি লিয়াকত হোসেন খোকা

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের

সবচেয়ে বেশী ব্যবধানে ২য় মেয়াদে এমপি মনোনীত হয়েছেন মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকা। স্বাধীনতার পর এ প্রথম কোন সংসদ সদস্য বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ সালে সাবেক এমপি কায়সার হাসনাত নৌকা প্রতিকে ৮২ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেছিলেন। তিনি বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিমকে পরাজিত করে জয়লাভ করেছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে ৯জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন এদের মধ্যে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতিক নিয়ে, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতিক নিয়ে, সাবেক এমপি কায়সার হাসনাত সিংহ প্রতিক নিয়ে, ইসলামী আন্দোলন শাসনতন্ত্র হাতপাখা নিয়ে, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল প্রতিক নিয়ে, আঃ সালাম বাবুল কাস্তে প্রতিক নিয়ে, মুজিবুর রহমান মানিক ফুলের মালা প্রতিক নিয়ে ও এ এন ফখরুল উদ্দিন ইব্রাহিম তারা প্রতিক নিয়ে। প্রতিদ্ধন্ধিতা করেন।

এর মধ্যে মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতিক, আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাতের সিংহ প্রতিকে ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দেয়। এর মধ্যে গত ২৮ তারিখে স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাত নির্বাচন থেকে সরে দাড়ান। ফলে মুল প্রতিদ্ধন্ধিতা লিয়াকত হোসেন খোকা ও ধানের শীষের প্রতিক আজহারুল ইসলাম মান্নানের সাথে হওয়ার কথা থাকলেও নির্বাচনী মাঠে কোন প্রভাব ফেলতে পারেনি আজহারুল ইসলাম মান্নান। ফলে লিয়াকত হোসেন খোকার লাঙ্গল প্রতিকে ১১৮টি কেন্দ্রে ভোটপান ১৯৭৭৮৫ ভোট অপরদিকে মান্নান পার মাত্র ১৮০৪৭ ভোট। ভোটের ব্যবধান ১৭৯৭৩৪ ভোট।স্বাধীনতার পর এ প্রথম কোন প্রতিদ্ধন্ধি প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে ২বারের মতো সংসদ সদেস্য নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা।

অপরদিকে, আলহাজ্ব মাওলানা ছানাউল্লাহ নুরী হাতপাখা প্রতিক পেয়েছেন ৯,৯৪০ ভোট, জাকেরপার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল পেয়েছেন ৩১৬৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাত পেয়েছেন ২৮৪৪ ভোট, আঃ সালাম বাবুল কাস্তে পেয়েছেন ৩৮৫ ভোট, মুজিবুর রহমান মানিক ফুলের মালা প্রতিক পেয়েছেন ২৪৯ ভোট ও এ এন ফখর উদ্দিন ইব্রাহিম তারা পেয়েছেন ১০৮ ভোট।

সংবাদ শিরোনাম