LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

সোনারগাঁয়ে বিএনপির প্রার্থী মান্নানের ভোট বর্জন

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান

ভোট বর্জন করেছেন। রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার গণমাধ্যমে এ তথ্য জানান।

রুহুল আমিন শিকদার বলেন, ‘সোনারগাঁয়ের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে নিজ বাড়িতে গতকাল রাত থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাকে অবরুদ্ধ করে রাখায় কেন্দ্রে গিয়ে ভোটও দিতে পারেননি তিনি। রাতের বেলা ৪৫টি কেন্দ্রে অবৈধভাবে ভোট দেয়া ও পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়াতে তিনি এই প্রহসনের ভোট বর্জন করেছেন।’

আজহারুল ইসলাম মান্নানের ভোট বর্জনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব।

তিনি বলেন, ‘গতকাল পরিবারের সবাই নিজেদের গ্রামের বাড়িতে গিয়েছে। সেখানে হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর একটা অভিযান হয় আমাদের বাড়িতে। সেখান থেকে আমার বাবাকে সেফ জোনে নিয়ে যাই। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী আমার আপন ছোটভাই ও চাচাকে আটক করে নিয়ে চলে যায়। আমাদের বাড়ি অবরুদ্ধ করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার বাবাকে সকালে ভোটকেন্দ্রে ভোট দিতেও যেতে দেয়া হয়নি। কেন্দ্রের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। শম্ভুপুরা থেকে আমাদের এজেন্টকে আটক করে নিয়ে গেছে। অনেককে মারধর করা হয়েছে। ৯৫ ভাগ কেন্দ্রগুলোতে মহাজোটের লোকজন অবৈধভাবে সিল মেরেছে। এরপর তো আর নির্বাচনে থাকা যায় না। তাই আমার বাবা এই প্রহসনের নির্বাচন বর্জন করেছেন।’

সংবাদ শিরোনাম