LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

সোনারগাঁয়ে জাপার মনোনয়ন পেলেন খোকা

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: সকল জল্পনা কল্পনার ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। ২৬ নভেম্বর সোমবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকায় তাদের নাম রয়েছে বলে জানা যায়।

তবে এখনও সেই তালিকা প্রকাশ করা হয়নি। এদিন বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে মনোনয়নের চিঠি দেওয়া হবে মনোনীত প্রার্থীদের। সে অনুযায়ী সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকার কাছে চিঠি পাঠানো হবে। এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি।

এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতিকে সংসদ সদস্য হিসেবে হয়েছিলেন লিয়াকত হোসেন খোকা। তারই ধারাবাহিকতায় এবারের জাতীয় সংসদ নির্বাচনেও তারা জাতীয় পার্টির লাঙল প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মহাজোট থেকে তার মনোনয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আওয়ামীলীগের নৌকা প্রতিকের দাবীদার মনোনয়ন প্রত্যাশীরা। লিয়াকত হোসেন খোকাকে ঠেকানোর জন্য জাতীয় পার্টি থেকেও অন্যন্যা হুসেইন মৌসুমী মনোনয়ন প্রত্যাশী উদয় হয়েছিলেন। কিন্তু নির্বাচনের চূড়ান্ত হিসেবে-নিকেশে সকলকেই ছাড়িয়ে গিয়ে মহাজোটের মনোনয়ন পেলেন লিয়াকত হোসেন খোকা।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর রোববার আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া হয়। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের কাউকে চিঠি দেয়া হয়নি।

সংবাদ শিরোনাম