LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

ওসি ও এসআই অপসারনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা মোঃ মোর্শেদ আলম ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে এবার মানববন্ধন করলো সরকারী তোরারাম কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সুব্রত ভৌমিক ও সিয়ামের নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক কোন প্রকার গ্রেফতারী পরোয়ানা ছাড়াই জাহিদুল ইসলাম স্বপনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং বেধম মারধর করে। কারন তাদের দাবী জায়গা ছেড়ে দিতে হবে নয়তো ৫০ লক্ষ টাকা দিতে হবে। এটা কোন প্রশাসনের কাজ হতে পারেনা। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে কেউ এভাবে জুলুম অত্যাচার করতে পারেনা। আমরা এই জুলুম অত্যাচারের বিপক্ষে ন্যায় বিচার চাই। ন্যায় বিচার করতে হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ ও এসআই সাধন বসাককে এখান থেকে অপসারন করতে হবে। যদি তাদের অপসারন করা না হয় তাহলে কোনদিনই ন্যায় বিচার হবেনা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবী, তাদেরকে অপসারন করে এর ন্যায় বিচার করা হোক।           
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নাহিদ, প্রিয়জিত, নূর হোসেন, রাজকুমার, নুসরাত জাহান, রিতু আক্তার ইভা প্রমুখ।

সংবাদ শিরোনাম