LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

ডেইলি নারায়ণগঞ্জ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোঃ রতন মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সকালে সিদ্ধিরগঞ্জের ২নং বাসষ্ট্যান্ড থেকে জালকুড়ি সড়কের জালকুড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার আব্দুর রব মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে জামালপুর জেলার শরিয়তপুর থানার আরামবাগ এলাকার আফজাল হোসেনের ছেলে। ঘনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে সড়ক দূর্ঘটনায় মোঃ রতন মিয়া (১৯) নামে এক যুবক একটি স্টাফ বাসের চাপায় মারা যায়। এতে স্থানীয়রা সড়ক অবরোধের চেষ্টা করে। গাড়িটির সন্ধান ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকাবাসী জানায়, স্টাফ বাসটি নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিনের। গাড়িটির কোন বৈধ কাগজ নেই। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) জানায়, গাড়িটি উদ্ধার করতে পারিনি। তবে গাড়িটি যারই হোকনা কেন উদ্ধার করা হবে।

সংবাদ শিরোনাম