LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

বন্দর ডায়াগনোষ্টিক ও থাইটানিক চাইনীজকে অর্থদন্ড

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে দু’টি প্রতিষ্ঠানকে

অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দর উপজেলা নির্বাাহী অফিসার তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট পিন্টু বেপারীর নেতৃত্বের একটি চৌকশ দল ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হচ্ছে বন্দর আমিন আবাসিক এলাকায় গড়ে তোলা খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘‘থাই টানিক’’  চাইনীজ রেস্টুরেন্ট ও বন্দর শহীদ মিনার সংলগ্ন ১২নং এইচ এম সেন রোডে অবস্থিত বন্দর সিটি ডায়াগনোষ্টিক সেন্টার। এদের প্রত্যেককেই ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে বন্দর সিটি ডায়াগনোষ্টিক সেন্টারকে ল্যাবরেটরীর লাইসেন্স না থাকায় এবং ‘‘থাই টানিক’’ চাইনীজ রেস্টুরেন্টকে প্রয়োজনীয় কাাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায়। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দু’টোকে দ্রুত লাইসেন্স ও কাগজপত্র সঠিক করে নেয়ার নির্দেশ দেন অন্যথায় ফের  এ ধরণের সমস্যা পাওয়া গেলে বড় ধরণের অর্থদন্ড এমনকি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলে আল্টিমেটাম দেন।

সংবাদ শিরোনাম