LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

মাদক বিক্রেতাদের অস্ত্রাঘাতে পুলিশ সোর্স আহত

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়নগঞ্জ জেলার বন্দরে মাদক বিক্রেতাদের ধারালো

ছুরির এলোপাথারী আঘাতে পুলিশ সোর্স সোহেল (২৮) গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় তাকে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় বন্দর কলাবাগ খালপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত পুলিশ সোর্স সোহেলের স্ত্রী তানিয়া আক্তার জানান, নাসিক ২১নং ওয়ার্ডস্থ ছালেনগর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে তথা বন্দর থানার এসআই শাখাওয়াত মৃধার সোর্স সোহেল ৭ ডিসেম্বর সন্ধ্যার পূর্বে বন্দরের খালপাড়স্থ মামা শ্বশুরের বাড়িতে ঘুরতে যায়। এ সময় খালপাড় এলাকার চিহ্নিত মাদক সম্রাট রহমত আলী তার ছেলে ফয়সাল ওরফে ছোট ফয়সাল,স্ত্রী সেলিনা আক্তার,তার মেয়ে মিতু,সেতু,মিম,ইলিয়াসের ছেলে সবুজ,শাহী মসজিদ এলাকার ক্যাপ পারভেজ মিলে পূর্ব পরিকল্পিত ভাবে সোহেলকে ধারালো ছুরি,চাপাতি,রামদা দিয়ে এলোপাথারী আঘাত করে। আহত সোহেলের চিৎকারে আশপাশের লোক এসে উদ্ধার করে রক্তাক্ত জখম অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন মৃধা জানান, অপরাধী যেই হোক না কেন কোন প্রকার ছাড় নেই। মাদক বিক্রেতাদের বিরোদ্ধে পুলিশ সব সময় সোচ্চার। এ ঘটনার সাথে যেই জড়িত হোক না কেন দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ শিরোনাম