LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

বন্দরে ২ নৌ শ্রমিক জখমের ঘটনায় গ্রেফতার-৮

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বন্দরে দু’ জাহাজ শ্রমিক জখমের

ঘটনায় ৮জাহাজ শ্রমিককে গ্রেফতার করেছে পপুলিশ। মঙ্গললবার রাতে ইস্পাহানীতে নোঙ্গর করা বিভিন্ন জাহাজ থেকে  এদেরকে গ্রেফতার করা হয়। সূত্র মতে,কথিত শ্রমিক নেতা সবুজ সিকদার গং দীর্ঘ দিন ধরে নৌ-পথে চাঁদাবাজী করে আসছিল। এতে বাধা দিলে এর জের ধরে ইস্পাহানী খেয়াঘাটে লজিস্টিক ১৯এর সুকানি রহিম,লজিস্টিক ৭ এর সুকানি হায়দার,গ্রিজার আসলাম,লজিস্টিক ১০ এর রেদওয়ান,সানাউল্লাহ,মুসলিম, সনেট, সালমান সহ ২৫/৩০ জন মিলে রবিবার রাতে ফ্যাক্টরির অভ্যন্তরে লজিস্টিক ১৬ এর ড্রাইভার সোহেল ও লজিস্টিক ২৩ এর ড্রাইভার কাজল আহমদকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। ওই দিন রাতেই আহতদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩শয্যা হাসপাতালে ভর্তি করে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে মঙ্গলবার রাতে পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে ৮জনকে আটক করে। অভিযোগ বিবরণ ও আহতদের সাথে আলোচনা করে জানা গেছে আকিজ সিমেন্ট ফ্যক্টরীর জাহাজের শ্রমিকদের ভেতর একাধিক গ্রুপ ও সংগঠন নিয়ে আগে থেকেই বিরোধ চলছে। একটি গ্রুপের নেতত্বে রয়েছেন জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন একজন কেন্দ্রীয় নেতা। নৌপথে চাঁদার ভাগাভাগি নিয়ে বিরোধ নতুন কিছু না।

সংবাদ শিরোনাম