LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোন আপোষ চলবে না-ওসি আজাহার

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বন্দর থানার নবাগত ওসি আজহারুল

ইসলাম সরকার(পিপিএম) যোগদানের প্রথমদিনে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, মাদকের সাথে সম্পৃক্ত যারা আছেন,তারা মাদক ব্যবসা ছেড়ে দেন। নয়তো বন্দর থেকে পালাতে হবে। মাদক নিয়ে কোন আপোষ চলবে না।

বুধবার দুপুরে বন্দর থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,মাদক হচ্ছে একটি জাতীর অভিশাপ । পরিবার,সমাজ ও দেশের শত্রু। মাদক মুক্ত বন্দর গড়তে যা করনীয় আমি তাই করবো। তবুও কোন মাদক ব্যবসায়ীকে মাথা চারা দিয়ে উঠতে দেবো না। মাদকের সাথে সম্পৃক্ত থাকিলে যেকোন পেশারই হোক না কেন তার বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যে সকল ক্রাইম হচ্ছে তার সাথে মাদকের স¤পৃক্ততা আছে। এজন্য ক্রাইমকে দমন করতে হলে প্রথমে মাদককে দমন করতে হবে। আমি আমার ফোর্সদের সবসময় বলি মাদকের সাথে কোন আপষ নয় । কে বা কারা মাদকের সাথে আছে আমার দেখার বিষয় না। যদি মাদকের সুপারিশ করতে ক্ষমতাশীণ দলের  নেতাও থাকে তাকেও কোন ছাড় দেয়া হবে না। মাদক পেলে তাকে আইনের আওতায় আনা আমাদের দায়িত্ব। পুলিশ দ্বারা যাতে বন্দরের নিরীহ মানুষ  হয়রানী না হয় এবং সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে ব্যবস্থা গ্রহনের জন্য নবাগত ওসির কাছে দাবী জানিয়েছে বন্দরের সচেতন মহল।

সংবাদ শিরোনাম