LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

বন্দরে মাদ্রাসা শিক্ষার্থী তাইজুল নিখোঁজ

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বন্দরে ২১নং ওয়ার্ডস্থ শাহীমসজিদ নূরানী হফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র তাইজুল ইসলাম(১১) নিখোঁজ হয়েছে। গত শনিবার সকাল ১১টায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী তাইজুল ইসলাম বন্দর শাহীসজিদস্থ দত্তবাড়ী এলাকার দ্বীণ ইসলামের ছেলে।

এ ব্যাপারে নিখোজের মাতা ইয়াসমিন বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন। যার নং-২৯০,তাং ৭(১০)১৮ইং।

জানাগেছে,গত শনিবার সকালে বন্দর শাহীমসজিদ দত্তবাড়ী এলাকার কাঠমিস্ত্রি দ্বীন ইসলাম মিয়ার ছেলে মাদ্রাসা শিক্ষার্থী তাইজুল ইসলাম শাহীমসজিদ নূরানী হফেজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়।

২৪ঘন্টা অতিবাহিত হওয়ার পরও তার কোন হদিছ পাওয়া যায় নাই। বিভিন্ন আতিœয়-স্বজনের বাড়ী খোজ নিয়েও তার কোন সন্ধান না পাওয়ায় গত রবিবার সকালে নিখোজ তাইজুল ইসলামের মাতা বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন।

সংবাদ শিরোনাম