LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

বন্দরে ককটেলসহ ছাত্রদল নেতা লোকমান গ্রেফতার

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:  বন্দরে ৬টি তাজা ককটেলসহ হাফেজ

মোঃ লোকমান হোসেন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে একে গ্রেফতার করা হয়। ধৃত লোকমান মদনপুর উত্তরপাড়া এলাকার তমিজউদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৫(১)(ক) ধারায় একটি মামলা এন্ট্রি করা হয়েছে।
জানা গেছে,মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহসড়ক সংলগ্ন আল-বারাকা হাসপতালগামী পাকা রাস্তার উপর বিএনপি ও অঙ্গসংঘঠনের প্রায় ৫০-৬০ জন সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বর্তমান সরকারকে হটাতে নির্বাচন নস্যাতের লক্ষ্যে বিস্ফোরণের প্রশিক্ষনসহ নানা নাশকতার পরিকল্পনা করছিলো। এমন সংবাদে বন্দর থানার এসআই ছায়েদুল ইসলাম ও এস আই মোঃ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌছালে তারা দ্রুত পালিয়ে যায়।
মামলার অন্যান্য আসামীরা হল,লোকমান (ধৃত) বন্দরের দেওয়ানবাগ এলাকার আফসার আলী সরদারের ছেলে মিলন, চাঁনপুর এলাকার ইয়াছিন মিয়ার ছেলে কাদির, পিয়ার আলীর ছেলে শাহ-আলম, আঃ মতিনের ছেলে মুকুল, দেওয়ানবাগ এলাকার মজিবুর রহমানের ছেলে সুজন, একই এলাকার কাজী কলিমের ছেলে,  কাজী রোকন, মাহবুব, ইব্রাহিম, গাফফার, নাজমুল, গোলজার,মনু মিয়া, মান্নান, মনির ওরফে বালু মনির, রহুল, ছানোয়ার, মিজানসহ অঞ্জাত ৭০/৮০ জন।
ধৃত লোকমানকে রোববার  নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদ শিরোনাম