LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

লাঙ্গলের জোয়াল আর কাঁধে নিবে না বন্দরবাসী--সুফিয়ান

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের

সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেছেন, বন্দরের মানুষ আর কখনো লাঙ্গলের জোয়াল কাঁধে নিবে না,এই লাঙ্গল কাঁধে নিতে নিতে বন্দরের মাঝিদের কাঁধ বাকা হয়ে গেছে। আজকের প্রচার মিশন এই মাঝিদের কাঁধ সোজা আর মজবুত করার। আজকেই এই কর্মসূচির মধ্য দিয়েই বন্দরের

ঝিমিয়ে পড়া আওয়ামীলীগ আবারো তাদের শ্রেষ্ঠত্ব প্রমান করবে। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে সোনার ছেলেদের সোনার মত খাটি হতে হবে,কোন মাদক ব্যবসায়ী বা এর সাথে জড়িত কাউকে আওয়ামীলীগে স্থান দেয়া হবে না। মাননীয় শেখ হাসিনার ২০২১ সালের মধ্যে যে টার্গেট ছিলো তাতে আমরা প্রায় ৯৫ভাগ হয়েছি। ইনশাল্লাহ আগামী ৪১ সালের
আগেই প্রধাণমন্ত্রীর টার্গেট অনুযায়ী বিশ্বের বুকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে প্রতিষ্ঠিত হব। সুফিয়ানের সঙ্গে প্রচারিভযানে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন বন্দর থানা আ'লীগের সাধারন সম্পাদক খুরশিদ আলম সাগর,সাংগঠনিক
সম্পাদক হুমায়ন কবির এলিন,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির
উজ্জামান, সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, আতিকুর রহমান মাসুম,ইসতিয়াক উদ্দিন জার্জিস, মোঃ আল আমিন,নুর আলম,শরিফ হোসেন,হাজী কফিলউদ্দিন মোল্লা,সেলিম মোল্লা,মইনউদ্দিন মোস্তফা সজিব,আবু সাইদ অনু,সেলিম ভূইয়া, আনোয়ার হোসেন আনু,২০নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ নুর
আলম,মইনুদ্দিন মোস্তফা সজিব প্রমুখ।

সংবাদ শিরোনাম