LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার

বিস্ফোরণে সেলিম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক।

শনিবার ( ৬ অক্টোবর) ভোরে ফতুল্লার দক্ষিণ শিহাচর লালখা খানকার মোড় এলাকায় আল নাসির ওয়াশিং ডাইং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।  পরে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সেলিম মুন্সিগঞ্জে সিরাজদীখান এলাকার বাবুল খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের  জানান, ভোর ৫টায় বিকট শব্দ হয়। এতে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় সেলিম ও আব্দুল্লাহ নামে দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় কারখানা থেকে মালিক পক্ষের লোকজনকে নিয়ে যেতে দেখেন তারা। এরপর কারখানার গেটে তালা দিয়ে মালিকপক্ষও চলে যায়।

ঘটনার পরপরই কারখানার গেটে তালা দিয়ে আত্মগোপন করেছে মালিক পক্ষ। ফতুল্লা  মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খোঁজ খবর নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কারখানা কর্মকর্তা জয় মিয়া জানান, কারখানায় বিস্ফোরণের পর সেলিম দগ্ধ হলে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানেই সকালে তার মৃত্যু হয়। পরে তার স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায়।

সংবাদ শিরোনাম