LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

জেলা প্রশাসকের নির্দেশে জালকুড়ির ময়লার স্তপ সরানো হচ্ছে--- ইউএনও

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যেগে জালকুড়ির রাস্তার পাশে জমে থাকা ময়লার স্তপ পরিষ্কার করা হচ্ছে।


নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও হোসনে আরা বানীর তত্ত্বাবধানে দুটি ভেকু ও একটি চেইন রোলার দিয়ে ময়লার স্তপ রাস্তার পাশ থেকে পরিষ্কার করানো হচ্ছে।
সদর উপজেলার ইউএনও হোসনে আরা বানী ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রসাশকের নির্দেশে জালকুড়ি লিংক রোড়ের পাশে জমে থাকা যে ময়লার স্তপ রয়েছে সে গুলো পরিষ্কার করানোর কাজ শুরু হয়েছে। ময়লার স্তপ সরানোর জন্য দুটি ভেকু ও একটি চেইন রোলার ভাড়া করা হয়েছে।ইতিমধ্যে অনেকটাই ময়লার স্তপ সরানো হয়েছে । এ কাজ শেষ করতে আরও দুই তিন দিন সময় লাগবে ।

সংবাদ শিরোনাম