LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

নগরীর বিভিন্ন স্থানের সিএনজি স্টেশনের ঘাঁটি

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশের অন্যতম জেলা হচ্ছে প্রাচ্যের

ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ, এ জেলায় রয়েছে শতাধীক শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী ও আধাসরকারী বিভিন্ন দপ্তর। এখানে প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ চাকরির জন্য ঢাকার উদ্দেশ্য নারায়ণগঞ্জ ত্যাগ করে ঘড়ির কাটা ধরে। কিন্তু লক্ষ্যে পৌছানোর আগেই পড়তে হয় নানা ধরনের ভোগান্তীতে। একদিকে গণপরিবহন, অন্যদিকে সিএনজি ও লাইসেন্সবিহীন রিক্সার দাপট। এই ভোগান্তী থেকে নগরবাসী কিছুতেই রেহাই পাচ্ছেনা। নগরীতে যানজট যেন নিত্যদিনের সঙ্গি হয়ে দাঁড়িয়েছে, যার মুল কারন হচ্ছে মন্ডলপাড়া থেকে চাষাড়া রাইফেল ক্লাব সংলগ্ন পেট্টোল পাম্প এলাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় অবৈধ সিএনজি স্ট্যান্ড গড়ে তুলেছে কিছু অসাধু লোকজন। যাদের কিনা এই নগরীতে স্থায়ী কোন বসবাস নেই। কেউবা প্রশাসনের দোহাই আবার কেউবা দলীয় প্রভাবের মাধ্যমে এসমস্ত কার্যক্রম পরিচালনা করছে। এদিকে নগরীর কিছু পয়েন্টে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও বেপরোয়া বাসের কারনে এ যানজট সৃষ্টির মুল কারন হিসেবে দেখছে সাধারণ জনগণ। অবৈধ সিনজি স্ট্যান্ড নগরীর বিভিন্ন স্থানের মুলফটকে ঘাঁটি গেড়ে অবস্থান নিয়েছে। যেমন, ২নং রেলগেইট সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে, কালীর বাজার চারারগোপ, নারায়ণগঞ্জ সমবায় মার্কেট, রাইফেল ক্লাবের সামনে, সরকারী মহিলা কলেজের সামনে গড়ে উঠেছে অবৈধ এসব সিএনজি স্ট্যান্ড। অপরদিকে চাষাড়া গোল চত্ত্বরের সামনে মৌমিতা পরিবহন সহ বেশ কয়েকটি পরিবহনের বাস থামিয়ে যাত্রী উঠানামার কারনে পিছনে থাকা যানবাহন আটকে থাকে।
সরেজমিনে দেখা যায়, মৌমিতা, বাঁধন, হিমাচল সহ অন্যান্য পরিবহনগুলো চলন্ত অবস্থাতেই যাত্রী উঠানোর কারনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। যানজট সর্ম্পকে নগরীর বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বললে এসব অভিযোগ জানা যায়। আমরা অনেক সময়ই তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পরে যাই এবং আমাদের শরিরের অনেক জায়গায় ক্ষত হয়। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে, এ বিষয়টির ব্যাপারে নারায়ণগঞ্জের এমপি মহোদয়গণ, জেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করে সাধারণ মানুষকে এ ভোগান্তী থেকে রক্ষা করবে। আমাদের প্রত্যাশা নগরবাসীকে একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে হলে, পাশাপাশি সিটি কর্পোরেশনের ইজারাকৃত স্ট্যান্ড ছাড়া অন্যসব স্ট্যান্ড অপসারন করে যানজট নিরসনে যথাযথ প্রদক্ষেপ গ্রহন করবেন।

সংবাদ শিরোনাম