LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

না’গঞ্জে ধানের র্শীষের চুড়ান্ত মনোনয়ন জমা দিলেন যারা

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির প্রার্থী হয়ে দলের চুড়ান্ত চিঠি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে প্রদান করেন প্রার্থীরা।


নারায়ণগঞ্জ- ১ (রুপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নের চূড়ান্ত চিঠি জেলা নির্বাচনী কার্যালয়ে পৌছে দিয়েছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান। রোববার (৯ ডিসেম্বর) দুপুরে ডিসি অফিসে বিএনপি থেকে দেওয়া চুড়ান্ত চিঠি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া কাছে প্রদান করেন তিনি।
নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়নের চূড়ান্ত চিঠি জেলা নির্বাচনী কার্যালয়ে পৌছে দিয়েছেন দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। রোববার (৯ ডিসেম্বর) দুপুরে ডিসি রুমে চুড়ান্ত চিঠি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া কাছে প্রদান করেন তিনি।
নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁও) আসনে বিএনপির মনোনয়নের চূড়ান্ত চিঠি জেলা নির্বাচনীকার্যালয়ে পৌছে দিয়েছেন দলের জেলার সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান। রোববার (৯ ডিসেম্বর) দুপুরে ডিসি রুমে চুড়ান্ত চিঠি জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া কাছে প্রদান করেন মান্নানের পক্ষ থেকে নেতারা। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটূ, সহ সাংগঠনিক সম্পাদক।
 
(৯ ডিসেম্বর) রোববার দুপুর পৌনে ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী এস এম আকরামের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। চূড়ান্ত দলীয় চিঠি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে প্রদান করেন নাগরিক ঐক্যের এস এম আকরামের পক্ষে কেন্দ্রীয় নাগরিক ঐক্য প্রধান সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ইকবাল কবির, মহানগর বিএনপির সহ সভাপতি সরকার হুমায়ূন কবির, মাহাবুবুর রহমান মাহবুব, স্বেচ্ছাসেবক দল নেতা তারিকুল ইসলাম, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার প্রমুখ।

সংবাদ শিরোনাম