LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

না’গঞ্জ-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এড দিপু

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন

উপলক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের ১ম দিনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হবার প্রত্যাশায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক ৪ বারের সফল সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু। রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী’র রাজনৈতিক কার্যালয় থেকে বিকেল ৪টায় তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় বন্দর থানা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহাজাহান মোল্লা, থানা আওয়ামী লীগ নেতা এহসানুল হক, অ্যাডভোকেট জসীম উদ্দিন, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ, অ্যাডভোকেট আলামিন মিয়া, যুবলীগ নেতা মোস্তফা ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী নজরুল ইসলাম বাদশা, যুবলীগ নেতা নবী দেওয়ান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ শিরোনাম