LOGo  


২৪ ঘন্টা আপনার পাশে, আপনার সাথে ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম

dailynarayanganj24@gmail.com

 

 

উচ্চ আদালতে এড. কালাম, ভাষানী ও আনোয়ারের আগাম জামিন

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানার

দায়েরকৃত (৪৩-১০-১৮) মামলার এজাহারভুক্ত আসামী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, বিএনপি নেতা এড. আব্দুল হামিদ ভাষানী ও সাবেক জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান চাটশীট পযর্ন্ত উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) বিচারপতি রিয়াজুল হক ও জাফর আহম্মেদ এর আদালতে এ আগাম জামিন প্রদান করা হয়।

এড. মাহবুবর রহমান খান ও এড. আবু সালে সুমন আসামী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন।

সংবাদ শিরোনাম