ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ আসল—নতুন টেলিকম নীতি কার্যকর হওয়ার কারণে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ ২০ শতাংশ বৃদ্ধি পাবে।
আজ সোমবার, দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “নতুন টেলিকম নীতি বাস্তবায়নের ফলে গ্রাহকদের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়তে পারে। অর্থাৎ ৫০০ টাকার সংযোগের ক্ষেত্রে খরচ বাড়বে ১০০ টাকা এবং ১,০০০ টাকার সংযোগের ক্ষেত্রে খরচ বাড়বে ২০০ টাকা।”
মোহাম্মদ আমিনুল হাকিম আরও জানান, “যদি টেলিকম নীতি সংশোধন না করা হয়, তবে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হওয়ার ঝুঁকিতে পড়বে।”
তিনি আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে নীতির বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ ব্যবহারকারীরা অতিরিক্ত বোঝা বহন না করেন।
এই ঘোষণা দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে যারা দৈনন্দিন কাজ, শিক্ষা ও ব্যবসার জন্য ইন্টারনেটের ওপর নির্ভরশীল।

