শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ। বাংলাদেশের করা ১৫১ রান ৫ উইকেট আর ১৯ বল বাকি রেখেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ৫২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল। তবে আকিম অগাস্টে ও রোস্টন চেজের চতুর্থ উইকেট জুটি কোনো বিপদ হতে দেয়নি। ২৪ বলে ফিফটি করা অগাস্টে আর ২৮ বলে ফিফটি করা চেজ রিশাদের তিন বলের মধ্যে ফিরলেও ততক্ষণে দলের জয় মাত্র ৮ রান দূরে। এরপর আর জয় পেতে দেরী হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজ ঘরের বাইরে ৩–০ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জিতল এই প্রথম। এর আগে ‘অ্যাওয়েতে’ দলটির সেরা সিরিজ ছিল ২০২০ সালের মার্চে শ্রীলঙ্কায় ২–০ ব্যবধানের জয়।
১৫১ রানে শেষ বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৬২ বলে ৮৯ রান করেন তানজীদ হাসান তামিম।
তামিমের ‘এক হাজার’
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তানজীদ হাসান তামিম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ১০০০ রানে পৌঁছেছেন তানজিদ। চার অঙ্কে পৌঁছাতে লাগল ৪২ ইনিংস। আগের দ্রুততম ছিল তাউহীদ হৃদয়ের ৪৫ ইনিংসে।
৬ ওভারে বাংলাদেশ ৪০/১
পাওয়ারপ্লেতে ৬.৬৬ হারে উঠেছে ৪০ রান। আউট হয়েছেন শুধু পারভেজ হোসেন (১০ বলে ৯)।
ফিরলেন ইমন
আগের ওভারে ক্যাচ তুলেও বেঁচে গিয়েছেন তানজীদ হাসান তামিম। তবে পরের ওভারেই তাকে রেখে ফিরলেন পারভেজ হোসেন ইমন। চতুর্থ ওভারে রোস্টন চেজের প্রথম বলেই শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন তিনি।
আগে ব্যাটিং করবে বাংলাদেশ, একাদশে একাধিক পরিবর্তন
পর্যটন প্যাকেজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। সেখানে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আজ একাদশে নেই মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাউহীদ হৃদয় ও শামীম পাটোয়ারী। ফিরেছেন পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

