সংবাদ বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ দুষণ রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় শব্দদূষনের অভিযোগে দু’টি যানবাহনকে ৪ হাজার টাকা জরিমানাসহ পরিবহন দু’টির শব্দ যন্ত্র জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক এ,এইচ,এম রাসেদ।
বুধবার (২২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কমৃকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল সদর উপজেলার বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে ২টি পরিবহন নিয়ম লঙ্ঘন করে উচ্চ শব্দে হর্ণ বাজিয়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) এর আইন ভাঙ্গ করায় ৪ হাজার টাকা জরিমানা ও পরিবহন দু’টির শব্দ যন্ত্র (হর্ণ) জব্দ করার আদেশ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।
Most users search for something interesting (or useful) and clickable; as soon as some promising candidates are found, users click. If the new page doesn’t meet users’ expectations, the back button.
A good website should be easy to navigate
Not all websites are made equal. Some websites are simple, logical, and easy to use. Others are a messy hodgepodge of pages and links.


